History (ইতিহাস)
আঠারগ্রাম কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ
রেজিস্ট্রেশন নম্বর ৩৭৫/১৯৮২
তেজগাঁও চার্চ কমিটি সেন্টার (১ম তলা)
৯, তেজকুনিপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫
আঠারগ্রাম কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সংক্ষিপ্ত পরিচিতি
আঠারগ্রাম কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের যাত্রা শুরু হয় ১৯৮১ খ্রিস্টাব্দে। তৎকালীন গোল্লা ধর্মপল্লীর আওতাভূক্ত ছোট গোল্লা গ্রামের ভূড়া বাড়ী নিবাসী মি: গ্রেগরী গমেজের একান্ত উদ্যোগ ও নেতৃত্বে, সাথে আরো কিছু ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টা ও পরিশ্রমের মধ্য দিয়ে এই সমিতি প্রতিষ্ঠিত হয় ও প্রসার লাভ করে। স্বর্গীয় গ্রেগরী গমেজ ছিলেন এই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। কালের পরিক্রমায় ইচ্ছামতি পাড়ের মানুষের আর্থ-সামাজিক অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। অনেকেই গ্রাম ছেড়ে জীবিকার সন্ধানে ঢাকায় এসেছেন, অনেকে আবার অধিকতর স্বাচ্ছন্দ্যের জন্য মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, অষ্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন। যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে নবাবগঞ্জ ও দোহার থানাধীন আঠারগ্রামের খ্রীষ্টান অধিবাসী যাঁরা ঢাকা শহরে বসবাস করেন, তাদের নিয়ে এই সমিতি গঠন করা হয়। কো-অপারেটিভ সোসাইটি অর্ডিন্যান্স ১৯৮৪ এবং পরিবর্তীত বিল ১৯৮৭ বিধানমতে আঠারগ্রাম কো-অপারেটিভ ফাইন্যান্স সোসাইটি লিমিটেড নিবন্ধিত হয়, যার রেজিস্ট্রেশন নম্বর ৩৭৫/১৯৮২। শুরুতে, সমিতির প্রধান কার্য্যালয় ছিল ৫৪৮, পূর্ব কাফরুল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬, স্বর্গীয় গ্রেগরী গমেজের বাড়ীতে। পরবর্তীতে ৩০, তেজকুনীপাড়া মি: রেমন্ড রোজারিও’র বাসায় ও মনিপুরিপাড়াস্থ মি: রবিন ডি’ ক্রুশের বাসায় সমিতির কার্যক্রম পরিচালনা করা হয়। সর্বশেষে ৯, তেজকুনিপাড়া, তেজগাও, ঢাকা-১২১৫ ঠিকানাস্থ তেজগাঁও চার্চ কমিটি সেন্টারের ৪র্থ তলায় কার্যালয় স্থাপিত হয় এবং বর্তমানে ঐ সেন্টারেরই ১ম তলায় কেন্দ্রীয় কার্যালয় হিসাবে কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিক ভাবে সঞ্চয়ে উবুদ্ধ করার বিষয়টি প্রাধান্য পায়, পরবর্তীতে এর সাথে ঋণ কার্যক্রম শুরু হয় এবং ধীরে ধীরে আরো কিছু প্রকল্প গ্রহন করা হয়। সমিতি ব্যবস্থাপনায় বরাবরই স্বেচ্ছাসেবার নীতি মেনে চলা হয়েছে এবং নেতৃত্বের উচ্চাকাংখা কিংবা নেতৃত্বের জন্য অসুস্থ প্রতিযোগিতাকে বরাবরই নিরুৎসাহিত করা হয়েছে । যার ফলে এখন পর্যন্ত সমিতিটিকে নির্বাচন মুক্ত সম্পূর্ণ সেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসাবে ধরে রাখা সম্ভব হয়েছে। উল্লেখ্য, সমিতির কার্যক্রম দক্ষতার ও সততার সাথে সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার ফলশ্রæতিতে বাংলাদেশ সরকারের কাছ থেকে আঠারগ্রাম কো-অপারেটিভ ফাইন্যান্স সোসাইটি লিঃ (পূর্ব নাম) ১৯৮৮ সালে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসাবে পুরষ্কার লাভ করেন। ঐ একই বৎসর প্রতিষ্ঠাতা স্বর্গীয় গ্রেগরী গমেজ শ্রেষ্ঠ সমবায়ীর পুরষ্কার লাভ করেন। সমিতির কার্যক্রম সঠিক ও সুশৃঙ্খলভাবে পরিচানার জন্য ব্যবস্থাপনা পরিষদের পাশাপাশি নির্বাহী কর্মকর্তাসহ চার জন কর্মী নিয়োজিত রয়েছেন। এই সমিতির সদস্য হওয়ার মধ্য দিয়ে আঠারগ্রামের খ্রীষ্টান জনগনের মধ্যে সুসম্পর্ক স্থাপনের সুযোগ সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করি। সমিতিতে দীর্ঘ মেয়াদী কৌশলগত কর্ম পরিকল্পনা প্রনীত হয়েছে । উক্ত কর্ম পরিকল্পনার আলোকে সদস্যদের কল্যাণে আগামীতে বিভিন্ন ধরণের প্রকল্প গ্রহন ও তা বাস্তবায়নের দৃঢ় ইচ্ছা ও পরিকল্পনা সমিতির ব্যবস্থাপনা পরিষদের রয়েছে। আশা ও বিশ্বাস করি অত্র সমিতি সেই ধরণের একটি অভিষ্ট লক্ষ্যে পোঁছাতে সক্ষম হবে।